প্রশ্ন: এমটি টেস্ট পজিটিভ মানেই কি কারও যক্ষ্মা হয়েছে?
উত্তর: যক্ষ্মা রোগ নির্ণয়ের জন্য হাতে যে টিকা দেওয়া হয় তাকে এমটি টেস্ট বলে। এমটি টেস্ট পজিটিভ মানে সব সময় যক্ষ্মা নির্দেশ করে না। কিছু ক্ষেত্রে যেমন: ছোটবেলায় যক্ষ্মার টিকা দেওয়া থাকলে, কেউ আগে যক্ষ্মায় ভুগে থাকলে এখন তা নেই, তাদের ক্ষেত্রেও পরীক্ষা পজিটিভ হতে পারে। যক্ষ্মার শারীরিক লক্ষণ বা উপসর্গ ও অন্যান্য পরীক্ষা ছাড়া শুধু এই টেস্ট পজিটিভ দিয়ে যক্ষ্মা নির্ণয় করা যায় না। আবার এমটিটেস্ট নেগেটিভ হলেও যক্ষ্মা নেই, সেটাও বলা যাবে না। সূত্র - প্রথম আলো
Posted Under : Health Tips
Viewed#: 175
See details.

